আঞ্চলিক পাসপোর্ট অফিস, বগুড়া, গোহা্ইল রোডে -খান্দার এলাকায় নিজস্ব ভবনে অবস্থিত।
ই-মেইল: rpobogura@passport.gov.bd
সড়ক যোগাযোগ ব্যবস্থা :- সড়ক পথে বনানী বাসস্টান্ড থেকে সিএনজি বা রিক্সা যোগে উত্তর দিকে ফুলতলা, গোহা্ইল রোড -খান্দার মোড়ের কাছাকাছি আঞ্চলিক পাসপোর্ট অফিস, বগুড়ায় পৌছা যাবে ।
সাতমাথা হতে দক্ষিণে গোহা্ইল রোড -খান্দার মোড়ের কাছাকাছি আঞ্চলিক পাসপোর্ট অফিস, বগুড়ায় পৌছা যাবে ।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হতে পূর্বদিকে ছিলিমপুর রাস্তা হয়ে গোহা্ইল রোড -খান্দার মোড়ের কাছাকাছি আঞ্চলিক পাসপোর্ট অফিস, বগুড়ায় পৌছা যাবে ।
রেল পথে যোগাযোগ ব্যবস্থা:- রেল পথে বগুড়া রেলস্টেশন হতে কার্মাইকেল রোড হয়ে খান্দার মোড়ের কাছাকাছি আঞ্চলিক পাসপোর্ট অফিস, বগুড়ায় পৌছা যাবে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস