Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

নতুন আমত্মর্জাতিক পাসপোর্ট প্রাপ্তি এবং ইস্যুকৃত পাসপোর্ট নবায়ন ও সংযোজন সংক্রামত্ম সেবাসমূহ নিম্নরূপঃ

আবেদনের প্রকৃতি

করনীয়

ফিসের পরিমাণ

সময়সীমা

মমত্মব্য

নতুন/১২ বছর উত্তীর্ণ পাসপোর্ট এর জন্য আবেদন।

ক) দুই কপি আবেদনপত্র জমা দিতে হবে।

খ) আবেদনপত্রের সাথে অতিরিক্ত  পাসপোর্ট সাইজের এককপি এবং ষ্ট্যাম্প সাইজের এক কপি ছবি জমা দিতে হবে।

জরুরী

 

 

 

৬০০০/=

১১ দিনের  মধ্যে পুলিশ প্রতিবেদন প্রাপ্তির পর পাসপোর্ট পাওয়া যাবে।

 

সাধারণ

৩০০০/=

২১ দিনের  মধ্যে পুলিশ প্রতিবেদন প্রাপ্তির পর পাসপোর্ট পাওয়া যাবে।

 

দশ বছর উত্তীর্ণ এর ক্ষেত্রে পাসপোর্টের জন্য আবেদন।

আবেদনপত্রের সাথে এক কপি ছবি জমা দিতে হবে।

জরুরী

৬০০০/=

আবেদনপত্র জমা হওয়ার  ০৭ দিনের মধ্যে  পাসপোর্ট পাওয়া যাবে।

 

সাধারণ

৩০০০/=

আবেদনপত্র জমা হওয়ার  ২১ দিনের মধ্যে  পাসপোর্ট পাওয়া যাবে।

 

হারানো পাসপোর্টের বিপরীতে পাসপোর্টের জন্য আবেদন।

 এ ক্ষেত্রে জিডির কপিসহ আবেদন করতে হবে।

জরম্নরী

৬০০০/=

আবেদনপত্র জমা হওয়ার  ০৭ দিনের মধ্যে  পাসপোর্ট পাওয়া যাবে।

 

সাধারণ

৩০০০/=

আবেদনপত্র জমা হওয়ার  ০৭ দিনের মধ্যে  পাসপোর্ট পাওয়া যাবে।

পুরাতন রেকর্ড যাচাই করে সঠিক পাওয়া গেলে হারানো পাসপোর্টের বিপরীতে নতুন পাসপোর্ট ইস্যু করা হয়।

পাতা শেষ/ ছবির মিল নেই/ পাতা নষ্ট হবার কারণে পাসপোর্টের জন্য আবেদন।

এক কপি ছবি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।

জরম্নরী

৬০০০/=

আবেদনপত্র জমা হওয়ার ৭ (সাত)দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যায়।

 

 

পুরাতন রেকর্ড যাচাই করে সঠিক পেলে অন্যথায় দতমেত্ম প্রেরণ করতে হবে । রিপোর্ট প্রাপ্তির পর পাসপোর্ট ইস্যু করা হয়।

সাধারণ

৩০০০/=

আবেদনপত্র জমা হওয়ার ২১ দিনের  মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে। 

সরকারী, আধা সরকারী,স্বায়ত্তশাষিত সংস্থা, কর্পোরেশনের কর্মকর্তা/কর্মচারী এবং তাদের ১৫ বছর বয়সের নীচের সমত্মানদের পাসপোর্টের আবেদন।

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/দপ্তর প্রাধানের নিকট হতে নির্ধারিত ফরমে এনওসি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।

সাধারন

৩০০০/=

আবেদনপত্র জমা হওয়ার ৭ (সাত) কর্মদিবসের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে।

সরকারী, আধা সরকারী,স্বায়ত্তশাষিত সংস্থা, কর্পোরেশনের কর্মকর্তা/কর্মচারী এবং তাদের ১৫ বছর বয়সের নীচের সমত্মানদের পাসপোর্টের আবেদন।

আবেদনপত্রের সাথে কেবলমাত্র নির্ভরশীল সমত্মানদের ক্ষেত্রে বাবা/মায়ের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

জরম্নরী

 

 

৬০০০/=

৭ কর্মদিবসের মধ্যে পুলিশ প্রতিবেদন প্রাপ্তির পর পাসপোর্ট পাওয়া যাবে।

সধারণ

৩০০০/=

২১ কর্মদিবসের মধ্যে পুলিশ প্রতিবেদন প্রাপ্তির পর পাসপোর্ট পাওয়া যাবে।

শিক্ষা সফরে বিদেশ গমন ইচছুক ছাত্র/ছাত্রীদের পাসপোর্টের জন্য আবেদন।

আবেদনপত্র অবশ্যই দলগত ভাবে হতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রাধানের প্রত্যয়নপত্র সংযুক্ত থাকতে হবে।

সাধারণ

৩০০০/=

২১ কর্মদিবসের মধ্যে পুলিশ প্রতিবেদন প্রাপ্তির পর পাসপোর্ট পাওয়া যাবে।

অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা/ কর্মচারীদের ক্ষেত্রে

পেনশন অর্ডার কিংবা পেনশন বহির ফটোকপি সংযুক্ত করতে হবে।

সাধারণ

৩০০০/=

আবেদনপত্র জমা দেয়ার ৭ দিনের মধ্যে পাসপোর্ট ইস্যু করা হয়।

 

সেনা/নৌ/বিমান বাহিনীর কর্মকর্তা/

কর্মচারীদের ক্ষেত্রে।

আর্মি গোয়েন্দা সংস্থার সুপারিশ থাকতে হবে।

সাধারণ

৩০০০/=

আবেদনপত্র জমা দেয়ার ৭ দিনের মধ্যে পাসপোর্ট ইস্যু করা হয়।

 

নবায়ন

নতুন পাসপোর্টের জন্য নির্ধারিত ফি এবং নবায়ন ফি উভয়ই প্রদান করতে হবে।

জরম্নরী

২৫০০/=

আবেদনপত্র জমা দেয়ার ৫ দিনের মধ্যে পাসপোর্ট ইস্যু করা হয়।

কোন পাসপোর্টের নবায়ন/সংযোজনের ক্ষেত্রেজাল সনাক্ত হলে উক্ত পাসপোর্ট বাতিল করে নতুন পাসপোর্ট ইস্যু করা হয় (নতুন পাসপোর্ট ও নবায়ন উভয় ফি গ্রহণ সাপেক্ষ।

সাধারণ

১৫০০/=

আবেদনপত্র জমা দেয়ার ১০ দিনের মধ্যে পাসপোর্ট ইস্যু করা হয়।

কোন পাসপোর্টের নবায়ন/সংযোজনের ক্ষেত্রেজাল সনাক্ত হলে উক্ত পাসপোর্ট বাতিল করে নতুন পাসপোর্ট ইস্যু করা হয়।  (নতুন পাসপোর্ট ও নবায়ন উভয় ফি গ্রহণ সাপেক্ষ)

সংযোজন (প্রমাণ পত্রসহ)

নতুন পাসপোর্টের জন্য নির্ধারিত ফি এবং সংযোজন ফি উভয়ই প্রদান করতে হবে।

জরম্নরী

৫০০/-

আবেদনপত্র জমা দেয়ার ০৫ (পাঁচ) দিনের মধ্যে পাসপোর্ট ইস্যু করা হয়

 

 

সাধারণ

৩০০/-

আবেদনপত্র জমা দেয়ার ১০ (দশ) দিনের মধ্যে পাসপোর্ট ইস্যু করা হয়।

 

 

বিদ্যমান পাসপোর্টে সমত্মানের নাম সংযোজনের আবেদন।

ক)এ ক্ষেত্রে আবেদনকারীর দুই কপি আবেদন জমা দিতে হবে।

খ) আবেদনপত্রের সাথে বাবা/মায়ের ছবি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।

গ) প্রতিটি সমত্মানের জন্য অতিরিক্ত দুই কপি করে স্ট্যামপ সাইজের ছবি জমা দিতে হবে।

জরম্নরী

৫০০/-

 

 

পুলিশ প্রতিবেদন প্রাপ্তির পর পাসপোর্ট পাওয়া যায়।

 

---

 

 

সাধারণ

৩০০/-

পুলিশ প্রতিবেদন প্রাপ্তির পর ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে পাসপোর্ট পাওয়া যায়।

---

 

* পাসপোর্ট ফরমের জন্য তথ্য কেন্দ্রে যোগাযোগ করম্নন অথবা www.dip.gov.bd  থেকে Download করম্নন।

* কোন অভিযোগ থাকলে সহকারী পরিচালক মহোদয়ের সাথে যোগাযোগ করম্নন।

* তৈরি পাসপোর্টের জন্য বিতরন কাউন্টারে যোগাযোগ করম্নন।

* যথাসময়ে পাসপোর্ট পাওয়া না গেলে সহকারী পরিচালকের সঙ্গে সরাসরি যোগাযোগ করম্নন।